শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২জন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল ও ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হন তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ১ মোঃ নাগর হোসেন (৩২)।পিতা মৃত মাহতাব হোসেন। গ্রামঃ সেনেরহুদা।ডাকঃউথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।২ মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা।গ্রামঃসেনেরহুদা।ডাকঃ উথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেখান থেকে গোপন সুত্রে জানা যায় এই ফেনসিডিল টুংগিবাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার মাল বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময়। অপর একটি  সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য।খরব লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়