শাহীন খন্দকার: [১] ঢাকার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অভিযানে আরও তিনটি হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে আরও একটি হাসপাতালকে শোকজ এবং আরেকটি হাসপাতালকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
[২] বুধবার (২৮ ফেরুয়ারি) সন্ধ্যায় এতথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান। হাসপাতাল পরিচালক বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় ১০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
[৩] বন্ধকরা হাসপাতালগুলোর মধ্যে বয়েছে, মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক, শ্যামলী এলাকার ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল। এছাড়া ও উত্তরা হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল।
[৪] এসব হাসপাতালের লাইসেন্স না থাকাসহ সেবার মান সন্তোষজনক না হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী