শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৭ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৈত্রি দিবসে ‘মৈত্রি হেপাটাইটিস এওয়ারনেস ক্যম্পেইন’

ভূঁইয়া আশিক রহমান: [২] ভারত-বাংলাদেশ মৈত্রি দিবস ২০২৩ উপলক্ষে আজ (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে আয়োজন করা হয় ‘মৈত্রি হেপাটাইটিস এওয়ারনেস ক্যম্পেইন’ অনুষ্ঠান।

[৩] অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন, ঢাকা, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং এবং ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার। সহযোগিতায় ছিলো বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

[৪] অনুষ্ঠানটিতে মুল প্রবন্ধ উপস্থাপন ও অনুস্ঠানটি সন্চালনা করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও চেয়ারম্যান, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার।

[৫] অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি’র সংক্রমন, এর থেকে। লিভারের নানান জটিল রোগ, সেসবের জটিলতা, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি হেপাটাইটিস বি নির্মুলে বাংলাদেশ-ভারত সহযোগিতার উপর জোড় দেন কারন এর সাথে ক্রস বর্ডার যোগাযোগ ছাড়া, নানান কমন সাংস্কৃতিক ও সামাজিক বিশ্বাস, প্রথা ও কুসংস্কার ইত্যাদির ঘনিস্ট যোগসূত্র রয়েছে।

[৬] অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেন মৃন্ময় চক্রবর্তী, পরিচালক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, বিশিস্ট চিকিৎসা বিজ্ঞানী, রোটারিয়ান রিফাত হায়দার, ডেপুটি গভর্নর, রোটারিয়ান সাজেদুল হক, ডেপুটি গভর্নর ও রোটারিয়ান পর্না সাহা, এসিসটেন্ট গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

[৭] বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রোটারী বাংলাদেশে হেপাটাইটিস নির্মুলে যে কর্মসুচি গ্রহন করেছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভারতীয় হাই কমিশন ও রোটারীর সহযোগিতায় আমাদের বন্ধুপ্রতীম দুই দেশ আরো অনেক কিছুর মতই হেপাটাইটিস বি নির্মুলেও সহযোগিতার পোল মডেলে পরিনত হবে।

[৮] অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং-এর রোটারিয়ানরা অংশ নেন। হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন ল্যাব সাইন্স ডায়াগনোস্টিক।

ভিএআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়