শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ৬ মৃত্যু, শনাক্ত ৬৪৫

ডেঙ্গুর আক্রান্তের সূচক একই রুপ রয়েছে: ভাইরোলজিস্ট সমিতি

মাজহারুল মিচেল: [২] শীতে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা কমলেও এখনো আক্রান্তের সংখ্যা একই রুপ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভাইরোলজিস্ট সমিতি।

[৩] সমিতির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার মামুন বলেন, আমাদের দেশের সব জায়গায় ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এখনও সূচক আগের মতই আছে। তবে আমরা যদি আমাদের সচেতনতাকে ও বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি তবে এ সূচকও কমে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

[৪] এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৮৩ জনের মৃত্যু হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। সম্পাদনা: তারিক আল বান্না 

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়