হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল (৫৬) নামে আরও এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২'শ ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
[৩] মারা যাওয়া ওই ব্যক্তি হলেন- মাগুরা সদর উপজেলার রাওপাড়া এলাকার বাসিন্দা। সে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
[৪] ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২'শ ৫৭ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭'শ ২২ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৫ জন ডেঙ্গু রোগী।
প্রতিনিধি/একে