শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু নিয়ে এসওএস এলার্ট দিলো গুগল 

ডেঙ্গুতে আরো ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩

মাজহারুল মিচেল: [২] গুগল এসওএস সার্ভিসটি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে আরম্ভ হয়। এসওএসের (সেভ আওয়ার সওলস) সতর্কতার লক্ষ্য, একটি সংকটের সময় জরুরি তথ্যকে আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা। 

[৩] গুগল জানায়, ওয়েব, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সকল জায়গা থেকে প্রাসঙ্গিক এবং প্রামাণিক বিষয়বস্তু একত্রিত করে গুগল সার্চ এবং মানচিত্রে সেই তথ্য হাইলাইট করে থাকে। সংকটের প্রকৃতি এবং অবস্থানের উপর নির্ভর করে, একজন ইউজার স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের আপডেট দেখতে পাবেন। 

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৭৭৪ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৩৪৯ জন ভর্তি হয়েছেন। সারাদেশে তিন হাজার ৯৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১০ জন ও ঢাকার বাইরে দুই হাজার ২৮৯ জন।

[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন ঢাকায় মারা গেছে ও ঢাকার বাইরে ১০ জন।

[৬] এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬১৭ জন ও ঢাকার বাইরে ৩২৬ জন।

[৭] চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ঢাকায় ৮০ হাজার ৪৯০ জন ও ঢাকার বাইরে এক লাখ ১৩ হাজার ৩৯১ জন।

[৮] চলতি বছরের এ পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৭৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৬ হাজার ২৯২ জন ও ঢাকার বাইরে এক লাখ ছয় হাজার ৪৯০ জন।

[৯] বর্তমানে সারাদেশে ১০ হাজার ১৫৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৫৮১ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৫৭৫ জন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএম/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়