জেরিন আহমদ: [২] গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ক্রয়-বিক্রয় অধিশাখা এই অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
[৩] স্বাস্থ্যসেবা বিভাগের অধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) কর্তৃক ডেঙ্গু মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে ২০ লাখ আইভি ফ্লুইড কেনার সরাসরি ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সূত্র: জাগো নিউজ, শেয়ার বিজ
[৪] অনুমোদনে বলা হয়, ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের মধ্যভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে কিন্তু সম্প্রতিকালে বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গু মশার বিস্তার আরও বেড়ে যাওয়ায় সারাদেশের ডেঙ্গুরোগী বেড়েছে। এ কারণে সারাদেশে আইভি ফ্লুইডের স্বল্পতা দেখা দিয়েছে। এ পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রয়োজনে আরো ২০ লাখ আইভি ফ্লুইড কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না