শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ উপাচার্য’র মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর রত্মগর্ভা মা হোসনে আরা বেগম এর রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমার সন্তান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, কর্মকর্তা, ব্র্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আব্দুল আহাদ ও ডক্টরস হল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আইয়ুব আলী। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামানায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ও তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পবিত্র কোরআন খতম করা হয়।

গত ২ অক্টোবর দুপুর ১২ টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে উপাচার্য’র মা হোসনে আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়