শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ উপাচার্য’র মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর রত্মগর্ভা মা হোসনে আরা বেগম এর রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ ডা. মিলন হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমার সন্তান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানগণ, চিকিৎসক, কর্মকর্তা, ব্র্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আব্দুল আহাদ ও ডক্টরস হল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. আইয়ুব আলী। এছাড়া মরহুমার রুহের মাগফেরাত কামানায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ও তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পবিত্র কোরআন খতম করা হয়।

গত ২ অক্টোবর দুপুর ১২ টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে উপাচার্য’র মা হোসনে আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়