শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ৭৫০ শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিতরণ কর্মসূচী

শাহীন খন্দকার: আজ সোমবার (৮ আগষ্ট) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বন্যা পরবর্তী স্কুলগামী কিশোর-কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও করোনা প্রতিরোধ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান।

এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং নওধান গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদসহ স্বাস্থ্যকর্মীগন।

অনুষ্ঠানে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ৭৫০ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করাসহ মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ডওয়াশ ও মাস্ক, ছেলেদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

এসময়ে বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী উপহারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মসূচীকে স্বাগত জানান।

তিনি বলেন, করোনাকালে এবং সাম্প্রতিক বন্যায় সিলেটে মানুষের পাশে শুকনো খাদ্য এবং গোবাদিপশুর খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে গণস্বাস্থ্য মানবিকতার ইতিহাস সৃষ্টি করেছেন।

বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক সাহেব বলেন, আমার বিশ বৎসর চেয়ারম্যান বয়সে এরকম সময় উপযোগী উদ্যোগের অনুষ্ঠান পাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়