শিরোনাম
◈ বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য  ◈ প্রাচীন হিন্দু মন্দির নিয়ে বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: হার মানলো অগ্নিদগ্ধ ১৩ বছরের শিক্ষার্থী মাকিন, নিহত বেড়ে ৩৩ ◈ এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে! ◈ স্বাগ‌তিক ইকুয়েডরকে হা‌রি‌য়ে ‌নারী কোপা আমেরিকার সেমিফাইনা‌লে আর্জেন্টিনা  ◈ কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ থামাতে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড ◈ থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত: সেই যুবকের মরদেহ মিলল কচুরিপানায় ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, ৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস ◈ গণভবন হবে জাদুঘর, হেয়ার রোডে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের প্রস্তাব, নতুন মন্ত্রীদের জন্য খোঁজা হচ্ছে আবাসন ◈ ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে তা নেই: জামায়াত আমির

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাওয়ার সময় মোবাইলে আসক্তি নষ্ট করতে পারে ৩০% নিউট্রিশন

মুখে লালা অর্থাৎ স্যালাইভা শুধু খাবার চিবোনোর সময় স্বাভাবিকভাবে তৈরি হয় না—এটি নির্ভর করে আপনি কতটা মনোযোগ দিয়ে খাবার খাচ্ছেন তার ওপরও। যদি কেউ খাবার খাওয়ার সময় অন্যদিকে মনোযোগ দেন, যেমন মোবাইল দেখা বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা, তাহলে মস্তিষ্ক স্যালাইভা তৈরি করতে সঠিকভাবে সাড়া দেয় না।

একজন পুষ্টি–বিষয়ক পরামর্শক জানালেন, “আমাদের ব্রেন স্যালাইভা রিলিজ করে তখনই, যখন আমরা খাবার দেখছি, গন্ধ নিচ্ছি, স্বাদ নিচ্ছি এবং একাগ্র হয়ে খাচ্ছি।” এই স্যালাইভার মধ্যে থাকে একটি গুরুত্বপূর্ণ এনজাইম, যা খাবারের পুষ্টিগুণ হজম করতে এবং শোষণ করতে সহায়তা করে।

যদি মুখে লালার পরিমাণ কম হয়, তাহলে এই এনজাইমও কম তৈরি হয়। এর ফলে শরীর পুরো খাবারটিই শোষণ করতে পারে না। যেমন, কেউ ১০ গ্রাম প্রোটিন খাচ্ছেন, কিন্তু তার শরীর হয়তো পাচ্ছে মাত্র ৭ গ্রাম। বাকি ৩ গ্রাম শরীরে কাজে লাগছে না শুধু মুখে সঠিক পরিমাণে লালা তৈরি না হওয়ার কারণে।

এই কারণেই অনেকে ভালো খাবার খেলেও শরীরে তার উপকার পাচ্ছেন না, ওজন বাড়ছে না, বা পেশি গঠনে সমস্যা হচ্ছে। শুধু ব্যায়াম করলেই ফিটনেস আসে না—শরীরচর্চার পাশাপাশি খাওয়ার অভ্যাসেও থাকতে হবে সচেতনতা ও ডিসিপ্লিন।

খাবারের প্রতি সম্মান, মনোযোগ ও ধৈর্য—এই তিনটি অভ্যাসই নিশ্চিত করতে পারে সঠিক পুষ্টি শোষণ ও দীর্ঘমেয়াদে সুস্থতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়