শিরোনাম
◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ থামাতে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড

রয়টার্স এক্সক্লুসিভ: কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। শুক্রবার (২৫) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ড জোর দিয়ে বলেছে, কম্বোডিয়া যেন হামলা বন্ধ করে এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যেন সংঘাতের সমাধান করা হয়।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন সেনা সদস্য রয়েছেন।

এদিকে দুই দেশের সীমান্ত এলাকায় চলমান সংঘাত নিরসনে সংলাপের উদ্যোগ নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং আসিয়ান আঞ্চলিক জোটের বর্তমান সভাপতিত্বকারী দেশ মালয়েশিয়া। তবে তাদের এ প্রস্তাবে সায় দেয়নি থাইল্যান্ড।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নদেজ বালানকুরা জানান, থাইল্যান্ড দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। এটা দুই দেশের মধ্যকার সংঘাত। এখনই আমাদের তৃতীয় কোনো মধ্যস্ততাকারীর প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, কম্বোডিয়াকে আগে সীমান্তে হামলা বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আমাদের দরজা এখনো খোলা রয়েছে।

কম্বোডিয়ার সরকার এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকার আহ্বান জানান। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে 'উসকানি ছাড়া এবং পূর্বপরিকল্পিত সামরিক আগ্রাসনের' অভিযোগ এনে এর নিন্দা জানান। সূত্র: বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়