শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০২:৪৭ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা

শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বাগেরহাটে অবস্থিত বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম এ গবেষণা পরিচালনা করেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, গবেষণায় দেখা গেছে, ২৬০টি নমুনার মধ্যে ১৩ শতাংশে বালাইনাশকের (কীটনাশক) উপস্থিতি পাওয়া গেছে। যা থেকে ক্যানসার হতে পারে। এন্ডোসালফান সালফেটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এসব শুঁটকি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট এবং নাটোরের চলনবিল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, শুঁটকিতে চারটি কীটনাশকের মধ্যে এন্ডোসালফান সালফাইটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান জাকারিয়া, সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. মোস্তফা। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়