শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রযুক্তি উদ্ভাবন ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার 

বর্তমানে ক্যানসার চিকিৎসায় আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। এবার ক্যানসারের কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রযুক্তি উদ্ভাবন করেছে দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো এর নেতৃত্বে একটি গবেষণা দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে।

জানা গেছে, এই যুগান্তকারী প্রযুক্তি প্রয়োগে ক্যানসার চিকিৎসায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে। এই গবেষণার ফলাফল ‘বায়োরিভার্ট’ কোম্পানিতে স্থানান্তরিত হবে এবং এটি ব্যবহার করে ক্যানসার রিভার্স থেরাপির উন্নয়নের কাজ শুরু হবে।

প্রফেসর কুয়াং-হিউন চো বলেছেন, ‘ক্যানসার কোষকে আবার স্বাভাবিক কোষে পরিণত করা একটি চমকপ্রদ ঘটনা। এই গবেষণা প্রমাণ করে যে, ক্যানসার কোষকে ধাপে ধাপে স্বাভাবিক কোষে পরিণত করা সম্ভব।’

তিনি বলেন, ‘এই গবেষণা ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার মাধ্যমে, রিভার্স ক্যানসার থেরাপির একটি নতুন ধারণা উপস্থাপন করেছে। এটি স্বাভাবিক কোষের পরিবর্তনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে ক্যানসার রিভার্স থেরাপির জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।’ উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়