শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষণার জন্য অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৭ জন গবেষককে ১ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহীদ ডা. মিল্টন হলে বরাদ্দকৃত অর্থের ৬০ শতাংশ গবেষকদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে গবেষকদের যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। গবেষণার কাজে বর্তমান প্রশাসন বরাদ্দ ও বাড়িয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে। তবু গবেষকদের গবেষণা বৃদ্ধি পাক এটি বর্তমান প্রশাসন চায়। গবেষকদের জন্য বর্তমানে সর্বোচ্চ ১০ লক্ষ বরাদ্দ করার বিধান রয়েছে। গবেষণার সুবিধার্থে আমরা এ সীমা বাড়ানোর বিষয়ে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে সুপারিশ করব। আশা করি রোগীদের সেবার কথা ভেবে সবাই তা অনুমোদন করবে।

তিনি গবেষকদের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার চাই। অর্থের সুষ্ঠু ব্যবহার করাও গবেষণার অন্যতম একটি কাজ। গবেষণা কাজ শেষে অর্থের হিসাবও জমা দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়