মোস্তফা কামরুল, ফটিকছড়ি: [২] চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন নানুপুর ইউনিয়নের অবৈধভাবে টিলা কাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি দল।
[৪] কামরুল ইসলাম বলেন, স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে আবদুর শুক্কুর নামক এক ব্যক্তিকে পাঁচ লক্ষ জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস