শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২, ১২:৩২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুভূত হচ্ছে শীতের আমেজ, নামবে তাপমাত্রা

কুয়াশা পড়তে শুরু করেছে

ইমরুল শাহেদ: অক্টোবরের শেষ থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছে। নিম্নচাপের পরে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় এসে গেছে। গত রোববার থেকে ভারতের কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। ভোরের দিকে কাঁপুনি ধরাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যার পরে শীত শীত ভাব বেশ টের পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে। কলকাতায় শুক্রবার থেকেই পারদের পতন শুরু হবে। দি ওয়াল

শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। জেলায় জেলায় শীতের এই ঝোড়ো প্রবাহ অব্যাহত থাকবে। ২২ নভেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে। এদিকে বিগত কয়েক বছরে গোটা বাংলাজুড়ে জাঁকিয়ে শীত পড়তে কার্যত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হত। তবে এবারের ছবিটা অন্যরকম। নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শীতের জামাকাপড় বের করার সময় চলে আসবে।

কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের প্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়