শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন ◈ একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ২৮ জ‌নের প্রাথমিক ফুটবল দল ঘোষণা  ◈ খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩; কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৈসর্গিক চট্টগ্রাম: অপরিকল্পিত উন্নয়ন ও আমলাতন্ত্রে থমকে আছে টেকসই পর্যটন (ভিডিও)

সমুদ্র, পাহাড়, নদী আর লেকের অনন্য নৈসর্গিক সৌন্দর্যের মায়াবী ভূমি হয়েও পর্যটনের এক অনুর্বর জনপদ হয়ে উঠেছে চট্টগ্রাম। নানা পরিকল্পনার বুলি ঘুরপাক খেলেও এ নগরে পর্যটন এগিয়েছে হতাশার গতিতে। বার বার বাদ সেধেছে অপরিকল্পিত উন্নয়ন আর নগরায়ন। অথচ এখানেই গড়ে উঠতে পারতো টেকসই পর্যটন। ব্যবস্থা হতো বিপুল আয়ের। টেকসই পর্যটন নিয়ে নানা পরিকল্পনা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকছে, দাবি খোদ মেয়রের।

কাট্টলির সবুজে মোড়ানো উপকূলে উড়ন্ত বকের ঝাঁক। সাদা পাখির দল, সমুদ্রের দিগন্তে যেন একে চলেছে নৈসর্গিক এক চিত্রকর্ম। বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম প্রান্তে এলে ধরা পড়ে এমন ডানা মেলা পাখিদের সৌন্দর্যের প্যারেড।

দৃশ্যপটে আরও ধরা পড়ে ম্যানগ্রোভ, বালুকাবেলা, কিংবা ব্যস্ত জেলেদের জীবিকার আয়োজন।

চট্টগ্রাম নগর ঘিরে মুগ্ধতার গল্প নিয়ে জেগে আছে এমন ষোল কিলোমিটার উপকূল। মানচিত্রে কোথাও মাথা তুলে বিস্তীর্ণ মনোরম পাহাড়-সারি, কোথাও প্রাণ জুড়ায় কর্ণফুলীর বাঁক। মাঝে বয়ে চলে আঁকাবাঁকা খাল, ঐতিহাসিক জলাশয়-দীঘি, ফয়েজলেক, সি আর বি, বা বাটালির পাহাড়।

নগর থেকে এক ঘণ্টার দূরত্বে গেলেই প্রকৃতি ধরা দেয় আরও মোহনীয় রূপে। কখনও পারকি সমুদ্র সৈকতের উত্তাল জলরাশি কখনও সীতাকুণ্ড-মিরসরাইয়ে ঝরনা-পাহাড়ের সাম্রাজ্য মনে করিয়ে দেয় জীবনানন্দের মায়াভরা বাংলার কথা।

বাসিন্দারা জানান, চট্টগ্রামকে একটি ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার যে সম্ভাবনা ছিলো সেটি কাজে লাগানো যায়নি। চট্টগ্রাম অন্যান্য ট্যুরিজম স্পটগুলো থেকে অনেক পিছিয়ে আছে বিনিয়োগের অভাবে।

পর্যটন সংশ্লিষ্টদের দীর্ঘশ্বাস, পাহাড় নদী আর সমুদ্রের সাথে সমৃদ্ধ ইতিহাসের এমন বৈচিত্র্যময় জনপদ, পৃথিবীতে বিরল। অথচ এই চট্টগ্রাম ঘিরে বিপুল বৈদেশিক মুদ্রা আয় বা টেকসই পর্যটনের যে সম্ভাবনা তা রয়ে গেছে অনাবিষ্কৃত।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল আ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, ‘অনেকগুলো ট্যুর অপারেটর কোম্পানি হয়েছে কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে ২০ থেকে ২৫টা অপারেটর। কিন্তু ম্যাক্সিমাম আউটবাউন্ড। ইন্টারন্যাশনাল ট্যুরিজমে ইনকামিং খুবই কম।’

টেকসই পর্যটন বা ইকো ট্যুরিজম এখন কেবল বুলি নয়। এটি পর্যটন ব্যবসায় মুনাফা বাড়ানোর ও রাজস্ব আয়ের একটি বড় মাধ্যম। ফিউচার মার্কেট ইনসাইটসের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী টেকসই বা ইকো ফ্রেন্ডলি পর্যটনের বাজার ২০২৪ থেকে ৩৪ সালের মধ্যে বছর প্রতি গড়ে ২৩.৮ শতাংশ হারে বাড়বে। সেই হিসেবে ২০২৪ সালে ১.৫১ ট্রিলিয়ন ডলারের বাজার ৯ গুণ বেড়ে দাঁড়াবে ১২.৮২ ট্রিলিয়ন ডলারে।

চবির পরিবেশ গবেষক ও অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদদীন বলেন, ‘ইকো ট্যুরিজম হবে না। ইকো ট্যুরিজম করতে গেলে মেজর যে ফ্যাক্টরগুলো সোশ্যাল, ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল এগুলো সব এখানে আসবে। ন্যাচার এখানে আসবে। ন্যাচার কনজারভেশন ইম্পরট্যান্ট। এলাকার মানুষকে এমনভাবে সম্পৃক্ত করতে হবে যেন তারা ইকোনমিকলি বেনিফিটেড হয়।’

এ টেকসই পর্যটনের ধারণা বাস্তবায়ন করেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, ভারতসহ এশিয়ার অনেক দেশ এখন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। সেই দৌড়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক পিছিয়ে যাচ্ছি জানালেন খোদ মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চর পাকুলিয়া একটা চর যেখানে প্রায় ৪০০ একর জায়গা রয়েছে। আমি সেটাকে একটা ইকো ট্যুরিজম পার্ক হিসেবে ঘোষণা করেছিলাম। আমি যখন সেটা জেলা প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন দিলাম সেখানে ভূমি মন্ত্রণালয় হস্তক্ষেপ করেছে। যেকোনো কিছু করতে গেলে এত প্রসিডিওর যে দেশে যদি কেউ কিছু করতে চায় সেটাও পারছে না, বিদেশ থেকে এসে কেউ কিছু করতে চাইলে সেটাও পারছে না।’

 

                               

সূত্র: এখন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়