শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেন তোমরা বিয়ে করেছিলে?’ সানিয়া-শোয়েবকে প্রশ্ন শাহরুখ খানের

সানিয়, শোয়েব ও শাহরুখ খান

ইকবাল খান: [২] সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তারা বিয়ে করেছিলেন? পুরনো একটি ভিডিও হঠাৎ করেই আবার প্রচারে। 

[৩] আনন্দবাজার জানায়, ২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে তার এবং সানা জাভেদের বিয়ের খবর সমাজমাধ্যমে জানান। পরে সানিয়ার পরিবারও জানায় যে, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

[৪] ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তারা। শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, ‘কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?’

[৫] এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, ‘শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।’ এর পর শাহরুখকে সানিয়া বলেন, ‘আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।’ একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, ‘কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।’

[৬] শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নীচে লিখতে দেখা যায়, ‘সানিয়ার জন্য খারাপ লাগছে।’ কেউ লেখেন, ‘আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।’ অনেকে লেখেন, ‘লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।’

আইকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়