শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা নয়, শাকিবকে নিয়ে ‘তুফান’ বানাবেন রাফী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘অভিনেতা’ নামে নতুন একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরাণখ্যাত নির্মাতা রায়হান রাফী। এবার সে গুঞ্জন সত্য হতে চললো। তবে এ সিনেমার নাম ‘তুফান’। সিনেমাটি প্রযোজনা করবে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)।

[৩] সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হয়। ছবিটি নিয়ে শাকিব-রাফী দুজনেই বেশ উচ্ছ্বসিত। ঘোষণা অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমরা যদি ভারতের সাউথ ও বলিউডের দিকে তাকাই, তারা কিন্তু এক হয়ে কাজ করছে ? একত্র হয়েই বিশ্ববাজারে তারা নিজেদের সিনেমা তুলে ধরছে। আমিও এই স্বপ্নটা দেখতাম; দেশের সিনেমা কীভাবে অন্যান্য দেশে নিয়ে যাওয়া যায়। গত কোরবানির ঈদে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেশের বাইরেও আমাদের ছবি সাফল্য পেয়েছে।’

[৪] শাকিব বলেন, ‘আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি, ১০০ কোটির ক্লাবে কবে যাবো। ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় ২৫-৩০ লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো।’ বক্তব্য শেষে মজার ছলে শাকিব আবদার করেন, সিনেমা যদি ১০০ কোটি টাকা আয় করে, তাহলে তাকে যেন ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়।

[৫] ‘তুফান’ নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘দেশের সবচেয়ে বড় সুপারস্টার থাকছেন। ইনশাআল্লাহ এমন ছবি বানাবো, যেটা ইতিহাস হয়ে থাকবে।’

[৬] প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-য়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘এটা মূলত বাংলাদেশি সিনেমা। এতে তিনটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের (এসভিএফ) মূল মালিকানা ভারতের। ছবিটা ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পাবে। তবে ছবিটা বাংলাদেশেরই।’

[৭] নির্মাতা ও নায়কের নাম প্রকাশ্যে এলেও ‘তুফান’ ছবিতে নায়িকা কে থাকছেন তা জানানো হয়নি। এদিকে ঘোষণার সঙ্গে একটি প্রাথমিক পোস্টারও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী কোরবানির ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্পাদনা : সমর চক্রবর্তী

এসডি/এসসি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়