শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৫১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ও মাশরাফি আমার ভালো বন্ধু: ফেরদৌস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রথমবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি। তার মতো নৌকার প্রার্থী হিসেবে এবার নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার

[৩] এই দুইজন ভিন্ন দুই জগতের তারকা হলেও তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ফেরদৌস। নির্বাচন প্রসঙ্গে সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নে অভিনেতা বলেন, এখনও কথা হয়নি। এমনিতেই আমরা খুব ভালো বন্ধু। সাকিব বর্তমানে নিশ্চয়ই ওর কেন্দ্রে কাজ নিয়ে ব্যস্ত।

[৪] ফেরদৌস বলেন, মাশরাফিও আমার খুব ভালো বন্ধু। জাতীয় দলের দুই ক্যাপ্টেনই এখন জনপ্রতিনিধি হতে চলেছেন, এটা ভেবেই ভীষণ গর্ববোধ করছি। আশা করছি ওদের দু’জনের সঙ্গেই দ্রুত দেখা হবে।

[৫] ভোটের ময়দানে তারকা প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, মানুষটি ইতোমধ্যেই তৈরি। তাকে সকলে চেনেন। তার কাজ নিয়েও সকলের একটা ধারণা থাকে। তাই অনেকটাই সুবিধা হয়। কলকাতাতেও তো অনেকেই অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে রয়েছেন। আমি যদি অন্যায়ের পথে যাই, তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে। কিন্তু আমি ভালো কাজ করলে নিশ্চয়ই তখন আর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে না। আসলে উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠা খুব কঠিন। আর আমি সবসময়েই চেয়েছি উদাহরণ হতে। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়