শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন বিদ্যা সিনহা মিম

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ‘ভারতের ৭০০ সিনেমা হলে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘মানুষ’। এটা সত্যি আমার জন্য অনেক খুশির খবর। তাছাড়া সিনেমাটি মুক্তির পর দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। এমন সাফল্য ‘মানুষ’ টিমকে গর্বিত করছে। আশা করছি, পুরো সপ্তাহজুড়েই দর্শকরা সিনেমাটি দেখে মুগ্ধ হবেন। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা। নিজের নতুন সিনেমার দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে এমন কথাই বললেন ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

[৩] সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এতে প্রধান চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা জিৎ। সিনেমাটিতে মন্দিরা চরিত্রে মিমের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। যারা সিনেমাটি দেখেছেন তারা অভিনেত্রীর প্রশংসা করছেন। যদিও ‘মানুষ’ মুক্তির সময় কলকাতায় যেতে পারেননি তিনি। 

[৪] এটি জিতের সঙ্গে মিমের দ্বিতীয় ছবি। পাশাপাশি ওপার বাংলার সিনেমায় বাংলাদেশি নির্মাতার সঙ্গে এবারই প্রথম কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে মিম বলেন, সঞ্জয় সমাদ্দার দাদা বাংলাদেশে অনেক ভালো ভালো গল্পের নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নির্মাণে মেধার স্বাক্ষর রেখে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার নির্মিত ‘মানুষ’ সিনেমাটিতে কাজ করে আমি আনন্দিত। আর জিৎ দা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো আমার। দারুণ সহযোগিতা পরায়ণ মানুষ তিনি। কাজের সময় বোঝাই যায় না যে, উনি সুপারস্টার।

[৫] এদিকে ‘মানুষ’ সিনেমার সাফল্যের মাঝেই নিজের নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। ২০১৮-১৯ সালের সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি নির্মাণ করছেন ওয়াহিদ তারেক। এতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে মিমকে। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়