শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সম্প্রতি  ‘লিও’ সিনেমায় দক্ষিণী তারকা বিজয়ের বিপরীতে দেখা গেছে তাকে। ওই সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। একই সিনেমাতে অভিনয় করেছেন মনসুর আলি খানও। সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, একই সিনেমাতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, ‘আমি যখন জানতে পেরেছিলাম, তৃষার সঙ্গে একই সিনেমাতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম তার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব সিনেমাতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। তেমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে এখন ডালভাত। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব। কিন্তু এই সিনেমাতে তার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি!’

[৪] মনসুরের এমন মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মনসুরের এমন কথা শুনে রেগে যান অভিনেত্রী তৃষা। তিনি তার টুইটারে লেখেন, ‘একটা ভিডিও আমার নজরে এসেছে, যেখানে মনসুর আলি খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি বটেই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে, তার মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি। ভবিষ্যতেও কখনও সেই দিন আসবে না।’

[৫] এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মনসুর নিজেও। একটি বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, তার সিনেমা মুক্তির আগে ইচ্ছাকৃত ভাবে নাকি তার বিরুদ্ধে এমন অপপ্রচার করা হচ্ছে। অভিনেতা আরও জানিয়েছেন, নেহাত মজা করেই নাকি ওই কথাগুলো বলেছিলেন তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়