শিরোনাম
◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি ◈ উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী তৃষা কৃষ্ণন। সম্প্রতি  ‘লিও’ সিনেমায় দক্ষিণী তারকা বিজয়ের বিপরীতে দেখা গেছে তাকে। ওই সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। একই সিনেমাতে অভিনয় করেছেন মনসুর আলি খানও। সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর জানান, একই সিনেমাতে অভিনয় করলেও তৃষার সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করার সুযোগ না পেয়ে কিছুটা হতাশ তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] এ কথা বলতে গিয়ে মনসুর বলেন, ‘আমি যখন জানতে পেরেছিলাম, তৃষার সঙ্গে একই সিনেমাতে অভিনয় করছি, তখন ভেবেছিলাম তার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব সিনেমাতে আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। তেমন দৃশ্যে অভিনয় করা আমার কাছে এখন ডালভাত। আমি ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব। কিন্তু এই সিনেমাতে তার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি!’

[৪] মনসুরের এমন মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মনসুরের এমন কথা শুনে রেগে যান অভিনেত্রী তৃষা। তিনি তার টুইটারে লেখেন, ‘একটা ভিডিও আমার নজরে এসেছে, যেখানে মনসুর আলি খান আমাকে নিয়ে অশালীন কিছু কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ তো জানাচ্ছি বটেই, পাশাপাশি আমি মনে করি আমি সৌভাগ্যবতী যে, তার মতো অভিনেতার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়নি। ভবিষ্যতেও কখনও সেই দিন আসবে না।’

[৫] এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মনসুর নিজেও। একটি বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, তার সিনেমা মুক্তির আগে ইচ্ছাকৃত ভাবে নাকি তার বিরুদ্ধে এমন অপপ্রচার করা হচ্ছে। অভিনেতা আরও জানিয়েছেন, নেহাত মজা করেই নাকি ওই কথাগুলো বলেছিলেন তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়