শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়ে নিয়ে যা বললেন আমির

বলিউডে নিখুঁততার প্রতীক হিসেবে পরিচিত আমির খান, তবে ব্যক্তিজীবনে তার গল্পটা যেন ঠিক উল্টো। দীর্ঘ ২৫ বছর ধরে ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও গুরুতর অভিযোগ ঘিরে চলা গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি সেই নীরবতা ভেঙে ভাইয়ের আনা গুরুতর অভিযোগের জবাব দিয়েছেন আমির খান।

এই বিরোধের সূচনা হয় ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মেলা’ থেকে। আমির খানের ক্যারিয়ারের অন্যতম ব্যর্থ এই ছবিতেই বড় পর্দায় অভিষেক হয়েছিল ফয়সাল খানের। কিন্তু সিনেমাটি মুক্তির পর থেকেই দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরে। ফয়সালের অভিযোগ, শুটিংয়ের সময় তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করা হতো এবং তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় ছিলেন।

পরবর্তী সময়ে ফয়সাল খান আরও বিস্ফোরক দাবি করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ প্রমাণ করে ঘরে আটকে রাখা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, একদিন প্রায় ৪০ জন লোক তার বাড়িতে ঢুকে জোর করে ওষুধ খাওয়ায় এবং যোগাযোগের সব উপায় বন্ধ করে দেয়। তিনি দাবি করেন, সেদিন পালাতে না পারলে হয়তো আজীবন বন্দি জীবন কাটাতে হতো। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পত্তি থেকেও নিজেকে সরিয়ে নেন ফয়সাল।

ভাইয়ের এসব অভিযোগ নিয়ে এবার আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন আমির খান। তিনি বলেন, “আমি আর কী করতে পারি? এটা আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি। আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?”

কোনো পাল্টা অভিযোগ বা কাদা ছোড়াছুড়িতে না গিয়ে আমির আরও বলেন, তিনি চান ফয়সাল আবার অভিনয়ে ফিরুক। তার কথায়, “যদি ইন্ডাস্ট্রিতে কেউ ফয়সালকে কাজ দিতে রাজি না হয়, তাহলে আমি নিজেই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

দীর্ঘদিনের এই পারিবারিক দ্বন্দ্বে আমির খানের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কের বদলে সম্পর্ক জোড়া লাগানোর বার্তাই যেন দিতে চাইছেন বলিউডের এই তারকা। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়