শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ তারকা হয়েও কেন রূপালি পর্দায় কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না পরীমনি?

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনয়ের শুরু থেকেই আলোচনার পাশপাশি সমালোচনাও যেন তার নিত্যসঙ্গী। 

গেল বছর পুরোটা সময় কোন সিনেমা মুক্তি পায়নি এই চিত্রনায়িকার। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি। সর্বশেষ এই অভিনেত্রীর সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। সেই বছর প্রেক্ষাগৃহে আসা তিনটি ছবিই দর্শক বা ব্যবসার দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। এরপরও পরীমণিকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা যেন একটুও কমেনি। 

জানা গেছে, ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে আটকে যাওয়া ‘প্রীতিলতা’ ছবির কাজ আবার শুরু হতে যাচ্ছে। কেউ কেউ বলছেন, শুটিং শুরুর আগপর্যন্ত এ নিয়ে নিশ্চিত কিছুই বলা যাবে না।  তবে সমালোচকেরা মনে করছেন, সিনেমা নিয়ে পর্দায় না থাকলেও অভিনেত্রীর সব সময়ই আলোচনায় থাকার অন্যতম কারণ তার ব্যক্তিজীবন। 

এই তারকার পেশাগত ও ব্যক্তিজীবনের দিকে তাকালে দেখা যায়, পরীমনির জনপ্রিয়তার বড় একটি অংশ জুড়ে আছে তার ব্যক্তিজীবন। প্রেম, সম্পর্ক, পারিবারিক বিষয় কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত-এসব দিকই ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে তাকে ঘিরে আলোচনা–সমালোচনার উপলক্ষ হয়। তার জীবনের নানা অধ্যায় নিয়ে ভক্তদের কৌতূহল যেমন প্রবল, তেমনই সমালোচকেরাও নজর রাখেন তার নানা পদক্ষেপে। 

সিনেমা নিয়ে সেভাবে আলোচনায় আসতে না পারলেও বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক পেজে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে এগিয়ে আছেন এই তারকা। কারও মতে, সর্বাধিক অনুসারী থাকার কারণে পরীমনি সিনেমা ছাড়াও প্রায় সময় আলোচনায় থাকতে পারেন। 

কাজের বাইরে পরীমনির প্রেমের সম্পর্ক সর্বদাই সংবাদে আলোচিত। এই তারকা অকপটে একাধিক প্রেম ও বিয়ে প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। গেল বছরে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্ক এবং মামলার কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের নাটক, ভাঙা–গড়া, তরুণ প্রেমিকের জামিনদার হওয়ার ঘটনা- সবই গণমাধ্যমে ভাইরাল হয়। তবে এসব সম্পর্ক দীর্ঘমেয়াদি হয়নি এবং পরবর্তী সময়ে পরীমণি নতুন সম্পর্কেও জড়িয়েছেন। 

অভিনেত্রী অনলাইনে ‘বডি’ নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা চালু করেছেন। নিজের ফেসবুক পেজ ও আইডিতে পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করছেন, যা সামাজিক মাধ্যমে তার ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের মনোযোগ কেড়েছে। 

ঢালিউড সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, পরীমণি হয়তো সিনেমা নিয়ে এতটা মনোযোগী নন, এজন্যই তার কাজের প্রতি দর্শকের আগ্রহও কমেছে। দেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী পরীমণির কিন্তু এখন পর্যন্ত কোনো ছবি ব্লকবাস্টার হয়নি। তাদের মতে, সিনেমার থেকে বাইরের কর্মকাণ্ডে অভিনেত্রীর অতিরিক্ত মনোযোগের কারণেই রুপালি পর্দায় তিনি এখনো কাঙ্ক্ষিত সফলতার দেখা পাননি। এই কারণেই এক যুগের বেশি ক্যারিয়ারে তিনি কখনোই ধারাবাহিক সফলতা পাননি। এই সময়টায় পরীমণির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে অন্যতম ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। 

বর্তমানে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ শেষ হলেও মুক্তি পায়নি, আরেকটি সিনেমা ‘গোলাপ’ ঘোষণা পর্যায়ে আছে। আর ২০২০ সালে থেমে থাকা ‘প্রীতিলতা’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। 

সিনেমা বিশেষজ্ঞদের মতে, ঢাকাই সিনেমার গ্ল্যামারাস এই নায়িকার তারকাখ্যাতি টিকিয়ে রাখতে সিনেমার দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। ভক্ত-দর্শকের কাছে তার তারকাখ্যাতি ব্যাপক, কিন্তু সিনেমা থেকে দূরে থাকলে চলচ্চিত্রে তিনি প্রভাব বজায় রাখতে পারবেন না। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়