শিরোনাম
◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও রেডিওতে পড়শী

সাবরিনা পড়শী

শিমুল চৌধুরী ধ্রুব: ২০১৬ সালে ‘পড়শী নাইটস: অন্য রকম ফিলিংস’ নামের একটি অনুষ্ঠানে জকি হিসেবে হাজির হয়েছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এরপর ২০২০ সালেও রেডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি। মাঝে তাকে এ মাধ্যমে পাওয়া না গেলেও আবারও রেডিও জকির ভূমিকায় ফিরছেন তিনি। সূত্র: আজকের পত্রিকা

৯ জুন (শুক্রবার) থেকে জাগো এফ এম-এ শুরু হচ্ছে পড়শীর নতুন অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন উইথ পড়শী’। এ অনুষ্ঠানের প্রতি পর্বে তার অতিথি হিসেবে থাকবেন একজন সংগীতশিল্পী। নতুন এ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি আমাদের সময় ডট কমকে বলেন, ‘এর আগে আর জে হিসেবে কাজ করলেও এবারের অনুষ্ঠানটি একেবারে আলাদা ধরনের। আগে আমি শ্রোতাদের সঙ্গে আড্ডা দিয়েছি। এবার আড্ডা হবে সংগীতশিল্পীদের সঙ্গে। এখানে প্রতি সপ্তাহে আমার সঙ্গে একজন সংগীতশিল্পী থাকবেন। এক ঘণ্টা আমরা তার গান শুনব এবং গান নিয়ে আড্ডা হবে।’

এদিকে গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হচ্ছেন পড়শী। গত ভালোবাসা দিবস ও ঈদে একাধিক নাটক প্রচার হয়েছে তার। এর মধ্যে ‘লাভ স্টেশন’ ও ‘ভালোবাসার তিন দিন’ নাটক দুটি প্রশংসিত হয়। দুটি নাটকেই পড়শীর সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পড়শী জানিয়েছেন, ঈদের পরে আবার অভিনয়ে ফিরবেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে তার।

এছাড়া চলতি মাস থেকে প্রতি মাসেই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন একটি করে গান। এ বিষয়ে পড়শী বলেন, ‘আমি গানের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়