শিরোনাম
◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান ◈ দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীতে নিহত ৫ ◈ সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:১০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পিঁড়িতে সংগীতশিল্পী ঐশী

শিমুল চৌধুরী ধ্রুব: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন। শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে হয়। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা। 

শনিবার ঐশী আমাদের সময় ডট কমকে জানিয়েছেন, পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব। পড়াশোনা শেষ করে একটি ওষুধ কোম্পানিতে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন সাকিব। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী একজন চিকিৎসক। রাজধানীর একটি হাসপাতালে প্র্যাকটিস করছেন। সেখান থেকেই পরিচয় হয় তাদের। আড়াই বছরের এই পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল করেন তারা। শেষে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন জিলানি-ঐশী। 

এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই ৩১ মে অনুষ্ঠিত হয় ঐশীর হলুদ সন্ধ্যা। সেই আয়োজন শুরু হয় ঐশীর সদ্য প্রয়াত বাবার একটি চিঠি দিয়ে। হাসি-কান্নার ওই আয়োজনে লুইপার উপস্থাপনায় মঞ্চে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। এরপর একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়