শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব রোগে গুরুতর অসুস্থ নায়িকা ববি

ইয়ামিন হক ববি

এ্যানি আক্তার: বরিশালের উলানিয়া দ্বীপে ‘মেঘনা কন্যা’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ৩টা ৫৭ মিনিটে ফেসবুকে অসুস্থতার খবর জানিয়েছেনে ববি নিজেই। লিখেছেন, আমার জন্য সবাই দোয়া দোয়া করবেন। গত এক সপ্তাহ ধরে আমি গুরুতর অসুস্থ। যে কারণে আমি কারো ফোন রিসিভ করতে পারিনি। ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হবে। সময়টিভি, বিডিনিউজ২৪

নায়িকা জানান, তিনি ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। নিজ বাসাতেই বিশ্রাম করছেন তিনি। ববির ভাষায়, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি।

নায়িকা আরও বলেন, আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হচ্ছে ‘মেঘনা কন্যা’। এটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী। প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। ববি অভিনীত দ্বিতীয় নারীপ্রধান সিনেমা এটি। 

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়