শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ ছবির মুক্তি নিয়ে সরগরম কলকাতা, পরিস্থিতি সামাল দিতে ঘলদঘর্ম পুলিশ

পাঠান

ইমরুল শাহেদ: ‘পাঠান’ ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। ছবিটি বুধবার মুক্তি পেয়েছে। পিটিআই সূত্রের জানা গেছে, ছবিটি মুক্তির আগেই ৩৫ কোটি রুপিরও বেশি টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে এল নতুন কথা। বলা হচ্ছে, শাহরুখের সঙ্গে ‘সি গ্যাং’-এর যোগসূত্র রয়েছে। ‘সি গ্যাং’ নামের এই বিশেষ দলের সঙ্গে সখ্য রয়েছে শাহরুখের। এমনকি, শাহরুখ যে ছবিতে অভিনয় করেছেন, সেই ছবিতে এই দলের সদস্যদের কাজও দিয়েছেন। সূত্র: আনন্দবাজার

শাহরুখ খানকে নিয়ে এসব বিতর্ক তৈরি করেও কোনো লাভ হচ্ছে না। কলকাতায় এ ছবিটির মুক্তি নিয়ে ঝড় উঠেছে বলা যায়। বুধবার সকালে ‘পাঠান’ ঝড়ে বিপর্যস্ত রাসবিহারী থেকে হাজরা মোড়, মিছিল সামলাতে রাস্তায় নামতে হয়েছে পুলিশ। আনন্দে আত্মহারা শাহরুখের ভক্তরা। মাঝরাস্তায় উল্লাস। বন্ধ যান চলাচল। দক্ষিণ কলকাতার ‘বসুশ্রী’ সিনেমা হলের সামনে শাহরুখ ভক্তদের চিৎকার। সকাল ১০টায় ছিল ‘পাঠান’-এর প্রথম শো। কিন্তু ভক্তদের দাবি ছিল, সময়ের আগেই খুলে দেওয়া হোক সিনেমা হল।

শাহরুখের সমর্থনে মহানগরে বেরিয়েছে মিছিলও। ভক্তদের স্লোগান, ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান।’ পুলিশ চেষ্টা করলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাস্তায় শাহরুখের অনুরাগীরা। চারিদিকে বাজছে ‘পাঠান’-এর গান। কেক কাটা হয়েছে মাঝরাস্তায়। অনুরাগীদের মতে, ‘শাহরুখ বিশ্বের সেরা তারকা, এর থেকে ভাল প্রত্যাবর্তন আর কিছু হতে পারে না।’

বুধবার কাকভোর থেকে প্রতিটি প্রেক্ষাগৃহে শাহরুখ ভক্তদের সমাগম। তাসা, ঢোল নিয়ে মাঝরাস্তায় ভিড় জমাচ্ছেন তার ভক্তরা। ‘পাঠান’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শোয়ের টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। মঙ্গলবার সকালে জানা যায় আইনক্স সকাল ৭টারও আগে এই ছবির শোয়ের ব্যবস্থা করেছে। বুধবার সারা দিন বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় হয়ে রয়ে যাবে, সকাল সকাল তার এক ঝলক শহর কলকাতার দর্শক, থুড়ি শাহরুখ অনুরাগীরা প্রমাণ করে দিলেন।

আইএম/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়