শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:২২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও শুরু হচ্ছে নতুন মুখের সন্ধানে

তুন মুখের সন্ধান

ইমরুল শাহেদ: একজন পরিচালক নতুন ছবির পরিকল্পনা করে বসে আছেন। তিনি ছবিটির জন্য শিল্পী খুঁজছেন। মনের মতো কাউকে পাচ্ছেন না। টিভি শিল্পীদের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু তাদের কারো কারো কথা বলার ঢং বা আচরণ তার একেবারেই পছন্দ হয়নি। এখন ভাবছেন তিনি নতুন মুখ নিয়ে ছবিটি বানাবেন। কিন্তু সেই সম্ভাবনাময় নতুন ছেলেমেয়ে কোথায়?  ২২ জানুয়ারি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন পরিচালক সমিতিতে চলচ্চিত্রশিল্পের হালচাল নিয়ে আলোচনায় বসেছিল। বৈঠকে যেসব ইস্যু নিয়ে আলোচনায় বসেছিল, তার একটি হলো নতুন মুখের সন্ধান। আগে এই উদ্যোগটা নিয়েছিল এফডিসি। 

সেই সুবাদে চলচ্চিত্রে যুক্ত হয়েছিল মান্না, দিতি, সোহেল চৌধুরী বা শেলী কাদের প্রমূখ। তারপর অনেক দিনের গ্যাপ। এরপর কয়েক বছর আগে উদ্যোগ নেয় পরিচালক সমিতি। কিন্তু অনেকদূর এগিয়ে যাওয়ার পর মহামারির কারণে উদ্যোগটা থেমে যায়। এখন আবার নতুনভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এবারের নতুন মুখের সন্ধানেতে চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট থাকছে মন্ত্রণালয়ও। এই উদ্যোগের জন্য একটা বাজেটও ধরা হয়েছে। সে বাজেট কত তা এখনও অনুপুংখ ভাবা হয়নি। 

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন বলেছেন, এবার ২৫ জোড়া নায়ক-নায়িকা নেওয়া হবে। কারণ ছবি নির্মাণের জন্য তারকা সংকট প্রকট। 

পরিচালক সৈকত নাসির বলেছেন, তারকা সংকট বলতে নায়িকা নেই বললেই চলে। পরিচালক বদিউল আলম খোকন বলেন, শিল্পী কই? অভিনেতা মারুফ আকিব বলেন, নায়ক-নায়িকা ছাড়াও চরিত্রশিল্পীর অভাব প্রকট। সেটা ছবি নির্মাণ করতে গেলেই অনুভব করা যায়। এ সময়ে নতুন মুখ সন্ধানের পদক্ষেপ সময়োপযোগী ও অভিনন্দনযোগ্য। সত্যিকার অর্থে বলতে গেলে নব্বুইয়ের পর ঢাকার চলচ্চিত্র নতুন কোনো তারকা তৈরি করতে পারেনি। এর কারণ হলো, ওই সময়ের পর থেকেই সিনেমা হলের সংখ্যা কমতে শুরু করেছে। হিট ছবি হয়েছে কম। এছাড়া গত দুই দশকে যারা চলচ্চিত্রে এসেছেন, তাদের বেশির ভাগই পেশার প্রতি সিরিয়াস ছিলেন না। খুব কম সময়ে কিভাবে বাড়ি, গাড়ির মালিক হওয়া যায় সেদিকে তাদের নজর ছিল বেশি। এছাড়া কিছু নায়িকা এসেছেন বর খুঁজতে। কেউ কেউ বিয়ে করে সন্তানের মাও হয়ে গেছেন ইতোমধ্যে। তারা প্রকাশ্যেই নিজেদের সন্তানের জন্য দর্শকের কাছে দোয়া চান। এই পরিস্থিতিতেই চলতি তারকারাও মুখ থুবড়ে পড়েছেন।  

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়