শিরোনাম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ স্কাই ডকুমেন্টারি উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫ ইরানি সিনেমা

রাশিদ রিয়াজ : পাঁচটি ইরানি চলচ্চিত্র বিগ স্কাই ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি মন্টানার মিসুলায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

জামশিদ ফারাজভান্দের “কাক ইরাজ”, মেহেদি জামানপুর কিসারির “ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড”, সাঈদ তাজি ফারুকির “আদম অ্যান্ড ইভ”, মারজান খোসরাভির “দ্য ড্রিম অব এ হর্স” এবং মোহাম্মদ-সাদেক ইসমাইলির “গিসেলো” উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়