শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২০ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত ছিলো অমিতাভ বচ্চনের প্রথম বেতন?

অমিতাভ বচ্চন

এ্যানি আক্তার: ২০১৫ সালের এক অনুরাগীর একটি পুরনো টুইট বুধবার (৩০ নভেম্বর) নিজের ব্লগে শেয়ার করেন বলিউড শাহেনশাহ্ অমিতাভ বচ্চন। সেখানে শুধু চাকরির শেষ দিনই নয়, ওই টুইট থেকে তার প্রথম পাওয়া বেতনের পরিসংখ্যানও জানা যায়। আনন্দবাজার

তার টুইটে বলছে, কলকাতায় ব্ল্যাকার্স কোম্পানিতে অমিতাভ বচ্চনের কর্মজীবনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ১৯৬৮। বেতন ছিল ১৬৪০ টাকা। এখনও সেই ফাইল সংরক্ষণ করা আছে।

প্রথম চাকরি প্রত্যেকের জীবনেই একটা আলাদা স্থান দখল করে থাকে। অমিতাভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার নিজের চাকরি জীবন এবং সেই সঙ্গে কলকাতায় কাটানো দিনগুলোর নস্টালজিয়ায় ভাসেনন অভিনেতা।

তিনি আরও লেখেন, তখন দশ ফুট চওড়া ঘরে আমরা ৮ জন একসঙ্গে থাকতাম। সেসব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর ভাবতাম কোনো দিন হয়তো ভেতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করেত পারব। দারোয়ানকে অনুরোধ করে কখনও কখনও ভেতরে ঢোকার চেষ্টা করতেন অমিতাভ ও তার বন্ধুরা।

এখানেই থেমে না গিয়ে অমিতাভ জানান, এখনও কলকাতায় এলে পুরনো বন্ধুদের সঙ্গে তার দেখা হয়। এমনকি, রাতের অন্ধকারে ফেলে আসা শহরের সেই পরিচিত জায়গাগুলোও সময় করে ঘুরে দেখেন বলিউড মেগাস্টার।

এএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়