শিরোনাম
◈ ইরানে যে ৬ উপায়ে হামলা চালাতে পারেন ট্রাম্প ◈ ভোটারের মন জয় করতে তিন দলের ইশতেহারে জোর ◈ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান ◈ বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পরিচালক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি ◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌

স্পোর্টস ডেস্ক : চলতি বছরেই বসছে এশিয়ান গেমসের আসর। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি–নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর।

এবছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তবে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দু’দিন আগেই। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই অংশগ্রহণ করবে। এবারও টি–২০ ফরম্যাটে প্রতিযোগিতা চলবে। পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক কোয়ালিফায়ারের ৬টি ম্যাচ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। 

১ অক্টোবর দু’টি সেমিফাইনাল। ৩ অক্টোবর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। ১৭, ১৮ চলবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ২০ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। 

পুরুষদের টুর্নামেন্টে ১০টি দল খেলবে। তার মধ্যে চারটি শীর্ষ বাছাই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছ’টি দল বাছাই পর্বের ম্যাচ খেলবে। 

প্রত্যেকদিনই দু’টি করে ম্যাচ হবে। তার মধ্যে একটি হবে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায়, আরেকটি সাড়ে দশটায়। তবে ভারতের ম্যাচের সময়সূচি জানানো হয়নি।

এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমসের আসরে ক্রিকেট থাকছে। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই একবার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য, ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়