শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০১:২৫ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবি ও চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিনেত্রী সাবার মামলা

অভিনেত্রী সোহানা শারমিন

বিনোদন ডেস্ক: অনুমতি না নিয়ে সেলিব্রিটি শো 'আড্ডা উইথ সোহানা সাবা'র কনটেন্ট ব্যবহার করার অভিযোগে রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় রবি ছাড়াও কোম্পানির চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাইসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। সমকাল

গতকাল ২ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট তোফাজ্জল হোসেনের আদালতে অভিনেত্রী সোহানা শারমিন সাবা বাদী হয়ে এ মামলা করেন। 

ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বর পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় দুই কোম্পানি রবি অজিয়াটা লিমিটেড এবং মেসার্স আইনস্টেক স্টুডিওকে বিবাদী করা হয়েছে। কোম্পানি ছাড়াও রবি আজিয়াটা লিমিটেডের ডিরেক্টর নাসির উদ্দিন আহমেদ, ডা. এম সাদিকুল ইসলাম, ডা. হ্যান্স বিজয়াসুরিয়া এবং মেসার্স আইনস্টেক স্টুডিও ম্যানেজিং পার্টনার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার তারেক ইবনে হায়দারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত চার বছর আগে 'আড্ডা উইথ সোহানা সাবা' নামে একটি সেলিব্রিটি টকশোসহ নির্মাণ করা হয়। আর কনটেন্ট তৈরি ও কপিরাইট রেজিস্ট্র্রেশন বাবদ ৭০ লাখ টাকা খরচ হয়েছে। যা মেসার্স আইনস্টেক স্টুডিওস এবং রবি আজিয়াটা লিমিটেডসহ অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া প্রচার হচ্ছে। অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। কিন্তু এটি তাঁর কপিরাইট করা। এ দুটি কোম্পানি কোনো ধরনের সম্মতি ও লাইসেন্স ছাড়াই অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন। এতে অভিনেত্রী সাবার ন্যায্য পাওনা লভ্যাংশ না পাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে। রিপোর্ট: এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়