শিরোনাম
◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর সিংয়ের সঙ্গে বলিউডে যাত্রা শুরু করছেন দক্ষিণী তারকা কল্যাণী

দক্ষিণের মালয়ালম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। গত বছর স্বল্প বাজেটের ছবি দিয়ে মালয়ালম চলচ্চিত্রে ইতিহাস লেখেন এ তারকা। কেননা তার অভিনীত ‘‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’ এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আয় করা সিনেমায় পরিণত হয়েছে। সর্বকালের সর্বোচ্চ আয় করা মালয়ালম ছবি হওয়ার পাশাপাশি এটি ভারতের প্রথম নারী সুপারহিরো চলচ্চিত্রও। বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও এটি দাপট দেখিয়েছে। 

তার পর থেকেই ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেই একের পর একের সিনেমার প্রস্তাব পাচ্ছেন কল্যাণী। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন।  সেই সূত্র ধরেই কি এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন এই দক্ষিণী সুন্দরী? 

যদিও কোন সিনেমায় কাজ করতে যাচ্ছেন সে বিষয়ে এখনো স্পষ্ট করেননি অভিনেত্রী। এ নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি। তবে সংবাদমাধ্যম ১২৩ তেলেগু-র সূত্রমতে, পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ সিনেমার মাধ্যমে সর্বভারতীয় দর্শকদের সামনে হাজির হবেন কল্যাণী। 

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর সিংয়ের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। বলিউডে দাপট দেখানো এই ছবির জয়রথ মুক্তির একমাস পেরিয়ে গেলেও এখনো থামেনি। অন্যদিকে, কল্যাণীর ‘লোকাহ’ রাজত্ব করেছে দক্ষিণে। ফলে দুই বক্স অফিস সেরা তারকার রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা। 

‘প্রলয়’ সিনেমাটি রণবীরের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে যাচ্ছে। এটি রণবীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘মা কসম ফিল্মস’ থেকে সহ-প্রযোজিত হবে। বৈজ্ঞানিক কল্পকাহিনী, পৌরাণিক রূপকথা এবং অতিপ্রাকৃত শক্তির মিশেলে তৈরি হবে এই সিনেমার গল্প। চলতি বছরের জুলাই-আগস্ট মাসে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। 

এবার দেখার পালা, আট বছর ধরে দক্ষিণ মাতানো এই অভিনেত্রী বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে পারেন কিনা!  

  • সর্বশেষ
  • জনপ্রিয়