শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন?

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এমএন মাল্টিমিডিয়া আয়োজিত দুইদিনের ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মনিরুল ইসলাম : ঢাকা রেজেন্সি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুইদিনব্যাপী “MN Multimedia Presents Dhaka Regency বিয়ে বাড়ি উৎসব ২০২৫”। গত ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত ব্রাইডাল ফেস্টিভ্যালের গোল্ড স্পন্সর ছিলো নোরিক্স-1। অনুষ্ঠানে অংশ নেন ফ্যাশন জগতের তারকা, জনপ্রিয় ডিজাইনার, শিল্পী, জুয়েলারি ব্র্যান্ড এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলো।

ইভেন্টে ছিলো আকর্ষণীয় ফ্যাশন শো, কিডস ফ্যাশন শো এবং লাইভ মিউজিক শো—যা দর্শকদের উপহার দিয়েছে ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাবরিনা সাবা ও রোমিও ব্রাদারস। পুরো আয়োজন পরিচালনা করেন শো ডিরেক্টর কাজী নাজমুল হাসান, চেয়ারম্যান, এমএন মাল্টিমিডিয়া।

ইভেন্টের ম্যাচমেকিং পার্টনার ছিলো Marriage Solution BD। স্টল পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিশ্বরঙ, Rathaj, Arosh, Spriha, Prada Al Oud, An Ensemble, Zaara, Lam Ha Corporation এবং Velora—যাদের প্রদর্শনী নজর কাড়ে দর্শকদের।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর (এস এম সি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিস্টার মাহমুদ ও সাংবাদিক রাজু আলিম।

ব্রাইডাল উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা বুবলি, পাশাপাশি উপস্থিত ছিলেন বারিসা হক, বুশরা কবির ও ইসাইয়া তাসিন। তাদের উপস্থিতিতে ইভেন্টস্থল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

দুইদিনব্যাপী এই আয়োজনে ডিজাইনারদের নতুন কালেকশন, ট্রেন্ডি ব্রাইডাল লুক, এবং বিভিন্ন ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ফ্যাশন, বিয়ে এবং বিনোদনের সমন্বয়ে এই উৎসবটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ ব্রাইডাল অভিজ্ঞতা।

সফলভাবে আয়োজিত এই উৎসবের মাধ্যমে এম এন মাল্টিমিডিয়া আবারও বড় পরিসরের ইভেন্ট আয়োজনের দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাদারিত্বের দৃঢ় পরিচয় তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়