শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালসে শাকিব খানের মালিকানা নিয়ে যে তথ্য জানালো সূত্র

বিপিএলের গত আসরের ড্রাফটে অংশ নিয়ে আলো ছড়িয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু সদ্য শেষ হওয়া নিলামে ঢাকা ক্যাপিটালসের টেবিলে দেখা যায়নি তাকে। এরপরই দেশের বেশকয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়, ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন শাকিব খান। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয় বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি টিভি চ্যানেলকে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র।

সূত্র জানায়, শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন তথ্যটি পুরোপুরি সত্য নয়। তিনি (শাকিব) টিমের ২০ শতাংশ শেয়ারের মালিক। এটা আমরা দল পাওয়ার শুরু থেকেই।

মূলত, গত মৌসুমে রিমার্ক-হারল্যানের ব্যানারে ঢাকা ক্যাপিটালসের ডিরেক্টর ও অন্যতম মালিক হিসেবে যোগ দিয়ে তুমুল আলোচনা তৈরি করেছিলেন শাকিব। মাঠে দল ভালো না করলেও গ্যালারি জমে উঠতো তার এক ঝলক পাওয়ার আশায়। 

এবার মালিকানা পুরোপুরি চলে গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস প্রাইভেট লিমিটেডের হাতে। কিন্তু নতুন মালিকপক্ষ শাকিব খানকে ছাড়েনি। তার নামে এখনো ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটির।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

দেশি: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), মইনুল ইসলাম (১১ লাখ)।

বিদেশি:  দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ৬৫ হাজার ডলার, জুবায়েদ আকবরী (আফগানিস্তান) ২০ হাজার ডলার।

ডিরেক্ট সাইনিং (দেশি) : সাইফ হাসান ও তাসকিন আহমেদ।

ডিরেক্ট সাইনিং (বিদেশি) : উসমান খান ও অ্যালেক্স হেলস। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়