বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে প্রকাশ্যে বলেছেন। ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’-তে গুলশানের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তিনি জানিয়েছেন, সহশিল্পীর পেশাদারিত্ব শুটিং সহজ করেছে।
গিরিজা বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন সাধারণত ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’ উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা–অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন। দৃশ্যের পরিকল্পনা, কতটা দেখা যাবে, কোথায় কাট হবে—সব কিছু আগেই আলোচনা করা হয়।
তবু কখনও কখনও মানসিক অস্বস্তি থেকে যায়। গিরিজা জানান, ক্যামেরা চলার সময় তিনি ভাবতেন—“ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো?” এগুলো অনেকটাই ‘গ্রে জোন’।
তবে সহশিল্পী গুলশান তার জন্য সহায়ক ভূমিকা পালন করেছেন। গুলশান শুটিং চলাকালীন অন্তত ১৬–১৭ বার জিজ্ঞেস করেছেন, “তুমি ঠিক আছো তো?” পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের বালিশ দিয়ে বলেছেন, “যেটাতে আরাম বোধ করো, সেটাই নাও।”
গিরিজা জানান, গুলশানের সহযোগীতাপূর্ণ আচরণের কারণে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তার জন্য সহজ হয়েছে।
আগে ‘জাওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিনে নজর কেড়েছিলেন গিরিজা। এবার তিনি ‘থেরাপি শেরাপি’ নিয়ে আসছেন, যা পরিচালনা করেছেন শচীন পাঠক।