শিরোনাম
◈ প্রবল বর্ষণে জলাবদ্ধ কলকাতা, ৪ জনের প্রাণহানি ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় ইসি ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে  জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে : প্রধান উপদেষ্টা ◈ আসন্ন নির্বাচনে কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি: রিজভী ◈ উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ভারতে পৌঁছাল আফগান কিশোর ◈ নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা ◈ নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ: এনসিপির নিন্দা ও তিন দফা দাবি ◈ ডাকসুতে শি‌বির, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বড় ধর‌নের মাদ্রাসা, মন্তব্য ক‌রে বিপা‌কে ফজলুর রহমান, দায় নেবে না বিএনপি ◈ যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, সারজিসের হুঁশিয়ারি ◈ ঢাকায় অ্যামাজনের সেই সাইনবোর্ডের আড়ালে যা দেখা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়ানের সঙ্গে মামলায় ফেঁসে যাচ্ছেন রণবীরও!

প্রথম নির্মাণ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ঠিক তখন মন খারাপ করা খবর। মামলা খেতে বসেছেন কিংপুত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরিয়ানের দোষে দুষ্টু হতে যাচ্ছেন রণবীর কাপুরও। ‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট। যা ভালোভাবে নেয়নি ভারতীয়  জাতীয় মানবাধিকার কমিশন।

এরইমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। 

কমিশনের অভিযোগ, একে রণবীর কাপুরের ই-সিগারেট (ভেপ) টানার দৃশ্য, উপরন্তু সেখানে কোনোরকম বিধিসম্মত সতর্কীকরণের বালাই নেই! এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যুবপ্রজন্মের অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে। কিংবা তাদের বিপথে চালিত করতে পারে।

এখানেই থেমে নেই কমিশন। নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। তাদের দাবি, সিরিজটি থেকে রণবীর কাপুরের ধূমপানের দৃশ্য ছেঁটে ফেলতে হবে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি আরিয়ান-রণবীর।

১৮ সেপ্টেম্বর মুক্তি পায়  ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। তাদের মধ্যে শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়