শিরোনাম
◈ যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক ◈ বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি, নারীর কাছ থেকে আদায় ৩ লাখ টাকা ◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ ◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম, দ্বন্দ্ব আর অস্বীকার— মামুনের সঙ্গে বয়সের পার্থক্য কত জানালেন লায়লা আখতার

টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে নিজের বয়সের পার্থক্য ২৫ বছর বলে জানিয়েছেন লায়লা আখতার। তিনি বলেন, আমাদের বয়সের পার্থক্য ২৫ বছর। ওর বয়স এবার ২৫ হবে, আমার ৫০। 

আজ বুধবার (২৭ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার লায়লা আখতার ফরহাদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করেন।

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে লায়লা বয়সের পার্থক্য নিয়ে এ কথা বলেন।

লায়লাকে চেনেন না, মামুনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, চিনতে পারার কথা না আসলে। কারও মধ্যে দ্বন্দ্ব হয়ে গেলে আমরা পরিচিত মানুষকেও চিনি না। উনি যদি চিনতে চাইতেন সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে, সেটা থাকতো। যেহেতু তিনি উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর চলে গেছে, সুতরাং চলে যাওয়ার পর আর মনে রাখার প্রয়োজন নেই।  

প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, এই মুহূর্তে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আগে বাগদত্তা ছিল।

এরপর সাংবাদিকরা লায়লাকে বলেন, কিন্তু তার মা দাবি করেছে আপনারা ভাই-বোন ছিলেন। এই প্রসঙ্গে লায়লা আরও বলেন, এটা যদি আপনারা ২০২২ সালের তার মায়ের কোনো বক্তব্য দেখেন, সেখানে আমাকে প্রিন্স মামুনের বউ হিসেবে দাবি করেছেন। এখন পাঁচ বছর পর যদি ভাই-বোন দাবি করেন, আমার বলার কিছু নেই। 

আপনার টার্গেট একদম কম বয়সী কেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, টার্গেট বলতে আপনি যা বুঝাচ্ছেন, প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কের আগে আমি বিবাহিত ছিলাম। সেখানে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় ছিল। আপনি বলতে পারেন, যাদের সঙ্গে ভিডিও করি তারা কম বয়সী। কিন্তু যাদের সঙ্গে ভিডিও করি তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়