শিরোনাম
◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম হাসান সরকার ক্ষমা চেয়ে নিজেকে বদলানোর অঙ্গীকার করলেন

চলতি মাসের শুরুতে ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এমনকি শুটিং সেটে শামীম হাসান নেশা করেন বলেও জানান তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন শামীম। মানহানির জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি। অবশেষে অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় সমাধান হলো দুই শিল্পীর দ্বন্দ্ব। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন শামীম হাসান। শুধু তা-ই নয়, নিজেকে বদলে ফেলার কথা জানিয়েছেন অভিনেতা।

শামীম হাসান ও প্রিয়াঙ্কা প্রিয়ার ভিডিও বার্তা শেয়ার করে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে জানানো হয়, গত বৃহস্পতিবার সাম্প্রতিক ঘটনা নিয়ে শামীম ও প্রিয়াঙ্কার সঙ্গে বসেছিল সংগঠনটির অভিযোগ নিষ্পত্তিকরণ উপকমিটি (সালিস কমিটি)। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাঁরা দুজনেই অনুতপ্ত। সংশ্লিষ্ট শিল্পমাধ্যমের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তাঁরা।

আরও জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় শামীম হাসান সরকারকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিনেতার সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

ভিডিও বার্তায় শামীম হাসান সরকার বলেন, ‘সম্প্রতি শুটিং হাউসে প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক অভিনয়শিল্পীকে আমি বকা দেই, খারাপ কথা বলেছি। তাকে গালি দিয়েছি। অভিনয়শিল্পী সংঘে এটা নিষ্পত্তি হয়েছে। এ ঘটনার জন্য প্রিয়াঙ্কা প্রিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি লজ্জিত। আমি মনে করি, এটা করা আমার ঠিক হয়নি।’

প্রিয়াঙ্কা প্রিয়া বলেন, ‘শামীম হাসান সরকার স্বীকার করেছেন, রাগের মাথায় এই ধরনের ব্যবহার করেছেন। তার জন্য উনি আমাকে সরি বলেছেন। শিল্পী সংঘকে না জানিয়ে এই বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলা আমার ঠিক হয়নি। আমি না বুঝেই এমনটা করে ফেলেছি। এ কারণে আমি সরি বলেছি।’

এর আগেও শুটিং হাউসে কলাকুশলীদের সঙ্গে শামীমের খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে। সে বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে বদলে ফেলার অঙ্গীকার করেন অভিনেতা। শামীম বলেন, ‘আমার ম্যানেজমেন্ট ইস্যু আছে। হয়তো আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে খারাপ ব্যবহার করেছি। এটা নিয়ে আমি কাজ করব।

আমি কথা দিচ্ছি আমার দ্বারা খারাপ ব্যবহার কিংবা খারাপ কথা কেউ পাবে না। ১০ বছরে চলার পথে বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে থাকতে পারি। আমি যা করেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী। কথা দিচ্ছি আমি নিজেকে বদলে ফেলব। কারও মনে যদি কষ্ট থাকে, তাহলে আমাকে মাফ করে দেবেন। অভিনয়শিল্পী সংঘ আমাকে শেষবারের মতো সতর্ক করেছে। ভবিষ্যতে এই ধরনের অভিযোগ এলে এখানে কাজ করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি তাদের কথা দিয়েছি, এ রকম লজ্জিত আর হতে হবে না।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়