শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান খানের ‘যুদ্ধবিরতি’-কে সমর্থন করে পোস্ট, বিতর্কে অবশেষে ডিলিট

 গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানে চলে হামলা, পাল্টা হামলা। অবশেষে ১০ মে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ ঘোষণা দেয়। কাশ্মীর ঘিরে কয়েক দিনের সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন বহু তারকা। সেই তালিকায় ছিলেন সালমান খানও। আর তাতেই বিতর্কে ভাইজান। নেটিজেনদের লাগাতার খোঁচায় বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি।

গত ২২ এপ্রিল পাহেলগামে  হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই সময় অবশ্য সোশাল মিডিয়ায় সরব ছিলেন সলমন খান। “পৃথিবী নরকে পরিণত হয়েছে”, বলেই দাবি করেন তিনি। এরপর গত ৭ মে, পালটা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর শুরু করে। ১০ মে বিকেল ৫টা পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আবহ বজায় ছিল। এরপর ‘যুদ্ধবিরতি’র সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে অবশ্য অপারেশন সিঁদুর নিয়ে একটি মন্তব্যও করেননি সালমান।

অথচ ‘যুদ্ধবিরতি’ হওয়ামাত্রই আর পাঁচজন তারকার মতো সোশাল মিডিয়ায় পোস্ট করেন সালমান। ‘যুদ্ধবিরতি’র জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান বলিউডের ভাইজান।

তার এক্স হ্যান্ডেলের পোস্ট বিদ্যুতের গতিতে ভাইরাল হয়। আর তারপর থেকেই ধেয়ে আসতে শুরু করে কটাক্ষের বন্যা। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, “পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?” আবার কেউ কেউ লিখেছেন, “সবে ঘুম ভাঙলো?” একের পর এক খোঁচায় প্রায় তিতিবিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন সালমান। সূত্র: দ্য হিন্দু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়