শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভ-ইনের পর ভেঙে যায় প্রেম, গোপনে বাগদান ঋতাভরী-সুমিতের

বছরের শুরুতেই টলিপাড়ায় বেজেছে খুশির সুর। আবারও এক জুটির বিয়ের গুঞ্জনে সরগরম দুই ইন্ডাস্ট্রি। পাত্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী আর পাত্র বলিউডের চেনা মুখ, চিত্রনাট্যকার সুমিত আরোরা।

গুঞ্জন ছিল, চলতি বছরেই সাতপাকে বাঁধা পড়বেন ঋতাভরী ও সুমিত। সেই গুঞ্জনের মধ্যেই বাংলা নববর্ষের প্রথম দিনে গোপনে সেরে ফেললেন তাদের বাগদান। যদিও এখন পর্যন্ত এই প্রেমিক যুগল কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে টালিউড ঘনিষ্ঠ সূত্রের খবর, আসছে ডিসেম্বরেই থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন ঋতাভরী। বাঙালি-পাঞ্জাবি দুই রীতিতেই হবে বিয়ে। যদিও অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া পরিবেশে, তবে রিসেপশন হবে জমকালো। কলকাতা ও মুম্বাই—দুই শহরেই আলাদা রিসেপশনের সম্ভাবনা রয়েছে।

ঋতাভরীর জীবনে সুমিতের আগমনের গল্পটা শুরু হয় ২০২৩ সালে। তার আগে মনোরোগ বিশেষজ্ঞ ডা. তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। লকডাউনের সময় গড়ে ওঠা সেই সম্পর্ক বন্ধুত্ব থেকে পরিণত হয় প্রেমে, এমনকি তারা লিভ-ইনেও ছিলেন। একসঙ্গে ফ্ল্যাট কিনে বসবাসও শুরু করেছিলেন এবং বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। শোনা গিয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে তাঁরা বিয়ে করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।

এরপরেই ঋতাভরীর জীবনে আসেন বলিউড চিত্রনাট্যকার ও লেখক সুমিত অরোরা। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো হিট ছবির সংলাপ রচনার পাশাপাশি, সোনাক্ষী সিনহার ‘দাহাদ’ এবং মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজেরও স্ক্রিপ্ট লিখেছেন তিনি।

সুমিতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ানোর পর এবার সেই সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার পথেই হাঁটছেন ঋতাভরী। আগামীর দিন গুলো যে আরও রঙিন হতে চলেছে, সে ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়