শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে আমনে’র বাম্পার ফলন; মনের আনন্দে ধান তুলতে মাঠে কৃষাণ কৃষাণী

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গত কয়েক বছরের তুলনায় এবারে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।কৃষাণ কৃষাণী মনের আনন্দে মাঠ হতে ধান সংগ্রহ করতে ব্যস্ত সময় অতিবাহিত করছে।সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত উপজেলা জুড়ে ধানের ক্ষেত হয়েছে কৃষাণ কৃষাণীর পথচারণায় মুখরিত।

সরজমিনে চাষের মাঠ ঘুরে দেখা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক ঈদ্রীস আলী ধানের মাঠে ধান কাটছে।কথা হয় তার সাথে,তিনি বলেন এবারে আকাশের বৃষ্টিপাত ঠিকমতো হওয়ায় গত বছরের তুলনায় ধানের ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায়(৩৩শতাংশ) ১৫/১৬ মন ধানের ফলন আসবে বলে তিনি আশাবাদী।একই ইউনিয়নের ধান চাষী স্কুল শিক্ষক হরিদাস রায় বলেন,আবহাওয়া জনিত কারনে গত কয়েক বছরে ধানের ফলন কম হয়েছে।এবারে ভালো ফলন হয়েছে। বাড়তি ফলন শ্রমিকের খরচ মেটানোর চাহিদা মিটাবে।

জোড়াবাড়ী ইউনিয়নের কৃষক পূর্নমোহন রায় জানান,ধানের ভালো ফলন হয়েছে।ধান কাটাই মাড়াইয়ের কাজ চলছে।ভোগডাবুড়ি ইউনিয়নের ধান চাষী আহসানুল ইসলাম জুয়েল বসুনীয়া বলেন,আশা করছি গত কয়েক বছরের তুলনায় এবারে বেশি ফলনের আশা করছি।ধান মাড়াইয়ের কাজ শেষ হলে সঠিক হিসাব পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, এবারে উপজেলায় ১৭হাজার ৯শত ২৫হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে।তারমধ্যে হাইব্রীড জাতের ধান দুই হাজার ৪শত হেক্টর,স্থানীয় ৩৪হেক্টর ও উফশী জাতের ধান ১৫হাজার ৪শত ৯১হেক্টর জমিতে চাষ করা হয়েছে।আবহাওয়া প্রতিকুল থাকায় এবারে আমনের বাম্পার ফলন হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এবারে লক্ষ্যমাত্রার অধিক ফলনের আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়