শিরোনাম
◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আছিয়ার সত্য গল্প নিয়ে প্রজাপতি টিভির ওয়েব ফিল্ম

নজরুল ইসলাম তোফা : সাম্প্রতিক সময়ে আছিয়ার ঘটনা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে। দেশে একের পর এক ধর্ষণকান্ড আমাদেরকে যখন ভাবিয়ে তুলছে তখন আছিয়ার হত্যাকান্ড আমাদের এতটুকু পরিবর্তন করতে পারবে কিনা সেই প্রশ্নও অনেকের মনে। আছিয়ার সেই মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে এবার নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’। 

জনপ্রিয় নির্মাতা, নাট্যকার শিমুল সরকারের তত্বাবধানে শামীম মোহাম্মদ এই ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন। নতুন ওটিটি প্লাটফর্ম প্রজাপতি টিভির জন্য এটি নির্মাণ করা হয়েছে। গতকালই (১৫ মার্চ) প্রজাপতি টিভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে প্রজাপতি কর্তৃপক্ষ। 
এ ব্যাপারে শিমুল সরকার জানান- এটি মুলত সত্য গল্পের ধারনার উপরে নির্মাণ করা হয়েছে। একজন মানুষ কিভাবে তার নিজের সন্তানের স্ত্রীর প্রতি মোহগ্রস্থ হয় তার নিদারুণ চিত্র এই গল্পে আছে। ছোট্ট আছিয়া বোনের বাড়িতে গিয়েও নিরাপত্তা পেল না, তাকে পাশবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো, সেই নির্মম গল্পই এটি।

আমাদের সমাজের বিকারগ্রস্থ মানুষগুলোকে যেন যাদুঘরে পাঠানো যায় সেই প্রত্যাশা থেকেই প্রজাপতি টিভির এমন উদ্যোগ বলেও জানান শিমুল সরকার। ওয়েব ফিল্মের নির্বাহী প্রযোজক মোতাহার হোসেন জামিল।

ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’ এ অভিনয় করেছেন – স্নোহোয়াইট, নাজিম হামিদ
জয় আরিফ, তাসরিন জাহান স্বপ্না, শিফাত বন্যা, লাখী আক্তার, আনোয়ার হোসেন সহ অন্যরা।
এছাড়াও নেপথ্যে কাজ করেছেন - মেক আপ - এম এস মির্জা, ক্যামেরা- পিসি মোকসেদুল ইসলাম
আর্ট ডিরেক্টর - সিয়াম আহমেদ খাঁ, সম্পাদনা এবং গ্রাফিক্স - রতনুজ্জামান রত্ন, গীতিকার, সুর ও কণ্ঠ - আসিফ নওয়াজ, চিত্রনাট্য ও পরিচালনা- শামীম মোহাম্মদ, উপদেষ্টা পরিচালক- শিমুল সরকার, নির্বাহী প্রযোজক- মোতাহার হোসেন জামিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়