শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৬ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন, ডিবি হেফাজতে অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আজ শুক্রবার রাতে ডিবি পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক একটি টেলিভিশনকে বলেন, ‘এখনো আমরা শাওনকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি-না বা কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

সামাজিক মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি ভারতের কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠিত একটি সভায় শাওন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সেই বিষয় নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’ উৎস:  চ্যানেল আই

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়