শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিটিভিতে ‌‘অন্য কেউ’- সাইফ হামলায় অভিযুক্তের বাবার দাবিতে দানা বাঁধছে রহস‍্য

 সিসিটিভি ফুটেজের ছবিতে হামলাকারী যু্বক (বাঁয়ে), মাঝে অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মূলত সিসিটিভি ফুটেজ দেখে ও চেহারা চিহ্নিত করেই অভিযুক্তকে আটক করেছে বলে দাবি মুম্বাই পুলিশের।

পুলিশের দাবি, ‘শেহজাদ ছিলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। সাইফের বাড়িতে শেহজাদই হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ নাকি এমনও তথ্য পেয়েছে যা প্রমাণ করে, সেদিন রাতে শেহজাদই হামলা চালিয়েছিল।’

কিন্তু অভিযুক্তের পরিবার দাবি করছে, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি শেহজাদ নন। সাইফ আলি খানের বাড়িতে হামলাকারী হিসেবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাবার এমন দাবিতে দানা বাঁধছে রহস‍্য।

অভিযুক্ত শেহজাদের বাবা রুহুল আমিন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন। রুহুল আমিন বলেছেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার চুল অনেক বড়। আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে। তার সন্তান এই হামলায় জড়িত নয়।’

হামলাকারীর বাবার আরও দাবি, সাইফের উপর হামলা চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। শরিফুলকে হামলার ঘটনায় ফাঁসানো হয়েছে। কেন না সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই।  সূত্র : এই সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়