শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়ে রাজি হইনি: নুসরাত ফারিয়া

উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন সিনেমায়। আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদেই নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। বলা যায়, জাজের কর্ণধার আবদুল আজিজের হাত ধরেই ফারিয়ার নায়িকা হওয়া।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর জাজের বেশ ক’টি সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়িকাকে। কিন্তু হঠাৎই সম্পর্কের ছন্দপতন ঘটে। জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির পর আবারও জাজের ঘরে অভিনেত্রী।

গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ফেসবুকে প্রযোজকের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন চিত্রনায়িকা।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা-ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাজের নতুন সিনেমা ‘জ্বীন ৩-মা’তে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যেই এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে এর শুটিংয়েও অংশ নিচ্ছেন ফারিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়