শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আশঙ্কামুক্ত’, সাইফ আলি খান নিরাপদে কারিনা কাপুর ও সন্তানেরা

বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান ও তাঁদের সন্তানরা নিরাপদে আছেন। সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তিনি লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। এনডিটিভির খবরে এসব তথ্য জানা গেছে।

গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চুরির চেষ্টার সময় ঘটনাটি ঘটে। ঘরে ঢোকা চোরকে সাইফ আলি খান বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সাইফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাইফের হাতে আঘাতের কারণে অস্ত্রোপচার চলছে। কারিনা কাপুর খান ও তাঁদের দুই সন্তান নিরাপদে আছেন। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি এবং বিষয়টি নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করছে।"

এ ঘটনায় বান্দ্রা থানায় এজাহার করা হয়েছে। পুলিশ বলছে, চোর একজনই ছিল এবং সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন আহত।

এদিকে ঘটনার সময় বন্ধু রিয়া কাপুর, সোনম কাপুর এবং বোন কারিশমা কাপুরের সঙ্গে ডিনারে ছিলেন কারিনা। করিশ্মা ডিনারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা।

সম্প্রতি সন্তানদের নিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাইফ ও কারিনা। নববর্ষ উদ্‌যাপন শেষে তারা মুম্বাইয়ের বাড়িতে ফিরেন।

লীলাবতী হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, সাইফ আলি খানের আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়