শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর কাপুরের সেলফিতে হাস্যোজ্জ্বল মেহজাবীন

বেশ কিছুদিন আগেই ভক্তদের কল্যাণে পৃথিবীসেরা তারকাদের কাতারে উঠে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নেন। সে তালিকায় ছিলেন টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেহজাবীন চৌধুরীকে দেখা গেল সেই তারকাদের একাংশের সঙ্গে। অর্থাৎ তাকে এক ফ্রেমে বন্দি হতে দেখা গেছে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, সেখানে ফ্রেমবন্দি হন রণবীর কাপুরের সঙ্গে। তা দেখে মেহজাবীনের ভক্তদের যেন আনন্দের শেষ নেই; অনেকে রীতিমতো চমকেও যান।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এখানে এসে অনেক পছন্দের শিল্পীদের সঙ্গেই দেখা হলো। উইল স্মিথ, এমিলি ব্লাণ্ট এবং অবশেষে আজ দেখা হলো রণবীর কাপুরের সঙ্গে। খুব খুব ভালো লেগেছে।’

কি কথা হয়েছে তার সঙ্গে, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘তেমন বিশেষ কিছু না। জাস্ট হাই-হ্যালো। আমি আমার পরিচয় জানালাম, আমার সিনেমাটি সম্পর্কে বললাম। এবং সবশেষে একটি ছবি তুললাম। এতটুকুই।’

হলিউড-বলিউড তারকাদের সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রীর মিলনমেলা ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। শহরটির কালচার স্কয়ারে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে তাদের প্রত্যেকেই সিনেমা নিয়ে হাজির হয়েছেন। আর তার ফাঁকেই এই দেখা ও সেলফি! 

সেই উৎসবটিতে প্রদশর্নীর জন্য জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

মাকসুদ হোসেন পরিচালিত সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমাটি ইতিমধ্যেই টরন্টো, বুসানের উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। শিগগিরই মুক্তি পাবে দেশে। উৎস: দেশ রুপান্তর। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়